ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাতে নগরীর স্টেশন রোডের নতুন রেলওয়ে স্টেশনের বাস-ট্রাক পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের ছোরা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা কাজী বাপের বাড়ির মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. ইসমাইল (২৮), নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের চুনার গুদাম এলাকার মো. মফিজের ছেলে মো. মাইনুদ্দিন ওরফে মাইন (২৫), ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট রামরাজ গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬), নোয়াখালীর হাতিয়ার গামছাখালী রফিক মিয়ার বাড়ির মো. সাহারাজ হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত ওরফে আরাফাত (২২) এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া শিকদারপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাসেল (২০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, স্টেশন রোডের নতুন রেলস্টেশন এলাকার বাস ও ট্রাক পার্কিংয়ের ভেতরে অন্ধকারের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুষ্কৃতকারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারা জানায়, রাতে বিআরটিসি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার এলাকায় চলাচলকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

আরও পড়ুন