ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩ জন কর্মকর্তা তাদের নতুন দায়িত্বে নিযুক্ত হয়েছেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাদের এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
এডিসি পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব:
মো. আল আমিন হোসাইন: গুলশান জোন
মো. খালিদ বোরহান: ট্রাফিক-মতিঝিল বিভাগ
মো. মোর্তাহীন বিল্লাহ: ক্রাইম বিভাগের লিগ্যাল অ্যাফেয়ার্স
সোয়েব আহমেদ খান: লালবাগ বিভাগ
মো. মাহবুবুল আলম: গোয়েন্দা বিভাগ
এসি পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব:
মো. ওমর আলী: পেট্রোল ধানমন্ডি বিভাগ
তৌফিক আহমেদ: সিটিটিসি
শাওন পালিত: পেট্রোল লালবাগ
মো. রাসেল রানা: ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগ
খান মাহমুদুল হাসান: গোয়েন্দা বিভাগ
মাহমুদুল হাসান: ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন
অনিশ কীর্ত্তনীয়া: পেট্রোল পল্লবী
মো. ফেরদাউস হোসেন: পেট্রোল মিরপুর বিভাগ
এই পদায়নের মাধ্যমে ডিএমপি বিভিন্ন ইউনিটে প্রশাসনিক কাজকে আরও সুসংগঠিত এবং কার্যকর করার উদ্যোগ নিয়েছে।