ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

ডিএমপির ১৩ কর্মকর্তার নতুন দায়িত্ব বণ্টন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩ জন কর্মকর্তা তাদের নতুন দায়িত্বে নিযুক্ত হয়েছেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাদের এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।

এডিসি পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব:
মো. আল আমিন হোসাইন: গুলশান জোন
মো. খালিদ বোরহান: ট্রাফিক-মতিঝিল বিভাগ
মো. মোর্তাহীন বিল্লাহ: ক্রাইম বিভাগের লিগ্যাল অ্যাফেয়ার্স
সোয়েব আহমেদ খান: লালবাগ বিভাগ
মো. মাহবুবুল আলম: গোয়েন্দা বিভাগ
এসি পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব:
মো. ওমর আলী: পেট্রোল ধানমন্ডি বিভাগ
তৌফিক আহমেদ: সিটিটিসি
শাওন পালিত: পেট্রোল লালবাগ
মো. রাসেল রানা: ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগ
খান মাহমুদুল হাসান: গোয়েন্দা বিভাগ
মাহমুদুল হাসান: ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন
অনিশ কীর্ত্তনীয়া: পেট্রোল পল্লবী
মো. ফেরদাউস হোসেন: পেট্রোল মিরপুর বিভাগ
এই পদায়নের মাধ্যমে ডিএমপি বিভিন্ন ইউনিটে প্রশাসনিক কাজকে আরও সুসংগঠিত এবং কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন