বাংলাধারা প্রতিবেদক»
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের বর্তমান সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
আজ (৮ জুন) সন্ধ্যা ৬টায় ভস্মীভূত কনটেইনার অপসারণের সময় এই মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
উল্লেখ্য গত ৪ জুন রাত ৯টার দিকে সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোতে কিছু কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী।