ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ডিবির হাতে আটক মুফতি কাজী ইব্রাহীম

বাংলাধারা প্রতিবেদক»

প্রায় দুই বছর ধরে বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী শরীয়াহর বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও একইসাথে সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বিতর্কিত নানা ইস্যুতে বক্তব্য দেওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে  তার বাসায় ডিবি পুলিশের অভিযানের সময় নিজের ব্যক্তিগত ফেসবুক পাতায় লাইভে এসে র- এর এজেন্ট, গুন্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি কাজী ইব্রাহীম।

মুফতি কাজী ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন স্থানে শারীরিকভাবে উপস্থিত হয়ে তার ওয়াজে ইসলাম প্রচারের পাশাপাশি বিতর্কিত নানা বক্তব্য দিয়ে আলোচিত হওয়ার পাশাপাশি সমালোচিতও হয়েছেন বহুবার।

ইতোমধ্যেই তার মুক্তির দাবি জানিয়েছেন তার ভক্ত ও সমর্থকরা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন