ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

ডিভিশনাল সোতোকান কারাতে সেমিনার সম্পন্ন, সনদ বিতরণ

সোতোকান

বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউখাই’র সহযোগিতায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল আয়োজিত কারাতে সেমিনার’র সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

গত ৬ ও ৭ জুন দুই দিনব্যাপী বিকেএফকেএস’র পাঁচলাইশ শাখায় প্রশিক্ষণের পর এসব সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ এবং বাংলাদেশ কারাতে টিচার্স (কোচেস) এসোসিয়েশনের সভাপতি সেনসী এ বি রনির সঞ্চালনায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও বিকেএফকেএস এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কৈ শ্য হ্লা, চট্টগ্রাম ৮ আসনের সাবেক এমপি নোমান আল মাহমুদ, সিজেকেএস যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান স্বপন, উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসাইন, বিকেএফকেএস’র পাঁচলাইশ শাখার সভাপতি আবু সাঈদ সেলিম, বিকেএফকেএস পাঁচলাইশ শাখার সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সদস্য কবি স ম বখতিয়ার।

দুই দিনব্যাপী এ ট্রেনিং সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, শাহজাদা আলম, আলেকজান্ডার বো, মঈনুল হোসেন, সহযোগী হিসেবে ছিলেন উক্যহ্লা, সারোয়ার খসরু, জয়দেব পাল, ইমাম হোসেন।

চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙামাটি হতে কারাতে কোচ, সংগঠক ও ২০০ ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণের সমন্বয়ে সিনিয়র জুনিয়র গ্রুপভিত্তিক সম্পন্ন হয় এ সোতোকান কারাতে ট্রেনিং সেমিনারটি।

আরো উপস্থিত ছিলেন বিকেএফকেএস এর সহকারী কোচ বাংলাদেশ কারাতে ফেডারেশনের কিছু কাউন্সিলরসহ সিনিয়র ছাত্র ছাত্রীবৃন্দ।

আরও পড়ুন