ksrm-ads

৭ অক্টোবর ২০২৪

ksrm-ads

ডিম ছেড়েছে মা-মাছ, হালদা পাড়ে উৎসবের আমেজ

বাংলাধারা প্রতিবেদন »

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে সকালে নমুনা ডিম ছাড়ার পর সন্ধ্যায় পূর্ণমাত্রায় ডিম ছেড়তে শুরু করেছে কার্প জাতীয় মাছ। উৎসবের আমেজে শুরু হয়েছে ডিম সংগ্রহ।

শুক্রবার (২৪ মে) রাতের ভারী বর্ষণের ডিম ছাড়ার আবহ তৈরি হওয়ায শনিবার (২৫ মে) সকাল থেকেই অপেক্ষয় ছিলেন প্রায় চার শতাধীক ডিম সংগ্রহকারী। অবশেষে রাত ৯ টার দিকে এসে পচুর পরিমাণে ডিমের দেখা পান সংগ্রহকারীরা। সংগ্রহকারীরা রাত ১২ টা
পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় আনুমানিক ১২ হাজার কেজি ডিম সংগ্রহ করেছেন ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বাংলাধারাকে জানান, হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ। রাত সাড়ে ৯টা থেকে হালদার বিভিন্ন অংশে ডিম সংগ্রহ চলছে।

তিনি বলেন, চার শতাধীক সংগ্রহকারী ডিম সংগ্রহ করছেন।  প্রত্যেকে ২৫-৩০ কেজি করে ডিম ইতোমধ্যে সংগ্রহ করেছেন। কেউ কেউ এর চেয়ে বেশিও করেছেন। তিন ঘণ্টায় প্রায় ১২ হাজার কেজির মতো ডিম সংগ্রহ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুহুল আমিন বলেন, ডিম ছাড়ার মৌসুমকে সামনে রেখ এবার মার্চ মাস থেকেই অভিযান চালিয়ে  ড্রেজার দিয়ে হালদা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ জাল জব্দ ও ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে।  তাই আশা করছি এার অনেক বেশি পরিমাণ ডিম সংগ্রহ করা সম্ভব হবে ।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন