বাংলাধারা ডেস্ক »
রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী একটি শিশু মারা গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১টা ২৫ মিনিটে শিশুটি মারা যায়। শিশুটির নাম আয়য়াজুর রহমান। ১৪ তারিখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ নিয়ে শিশু হাসপাতালে ১১ শিশু ডেঙ্গুতে মারা গেলো। হাসপাতালের চিকিৎসক ডা. শাহীন শরীফ এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যমতে, সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৭ হাজার ৭১৬ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন।
জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত হাসপাতালগুলোর তথ্যানুযায়ী সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪২ হাজার ২৪৩ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ