ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

Younus

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর নিউইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ড. ইউনূসের প্রথম বিদেশ সফর। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন