ksrm-ads

১৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

ঢাকার কোরবানির হাটে ডোনাল্ড ট্রাম্প!

বাংলাধারা ডেস্ক »

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দু’দিন বাকি। রাজধানীসহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানি হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প। থাকছে মাফিয়া ডন। ক্রেতা আকর্ষণে এমন সব নামেই হাটে আসছে কোরবানির পশুগুলো।

১৫ থকে ২৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এ সব আকর্ষণীয় ও বাহারি নামের গরু। তবে শুধু আকর্ষণ আর বাহারি রঙ-চং দেখেই নয়, গরুর সুস্থতা নিশ্চিত করেই কেনার পরামর্শ পশু বিশেষজ্ঞদের।

চাহনি আর গায়ের রঙের কারণেই নাকি ডোনাল্ড ট্রাম্প নাম রাখা হয়েছে। কোরবানির হাটের জন্য প্রস্তুত করা ১২শ’ কেজির এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ। একনজর দেখতে তাই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে।

হেলে-দুলে নিজের ভঙ্গিতে হাঁটাচলা পছন্দ ডনের। কোরবানির হাটে খুব শিগগিরই দেখা মিলবে তার। তার দেখাশোনায় কোনো কমতি রাখছেন না পরিচর্যাকারীরা।

ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, এবার হাটে পর্যাপ্ত গরু। এর দুটি কারণ- প্রথমত, দেশে প্রচুর গরু উৎপাদন হয়েছে এবং দ্বিতীয়ত, দেশের বিশাল এলাকায় এবার বন্যা হয়েছে। সে কারণে ওইসব এলাকার মানুষ খাদ্য ও অবকাঠামোগত সমস্যায় গরু বিক্রি করে দিচ্ছেন। এতে দামও কম।

সূত্র: যুগান্তর

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন