বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরী ও আশ পাশের এলাকা থেকে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ইদানিং বেড়েছে। যদিও পুলিশ প্রশাসনও চক্রকে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে।
নগরের বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মো.নুরু নবী (৪৮) নামে এক চোরাই গাড়ি চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আরও পড়ুন : বায়েজিদে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার
পুলিশ জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরে সানমারের সামনে থেকে মো. সোহেল নামে এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায় (যার নম্বর: চট্টগ্রাম-থ-১২-৪৫৮২)। মো. সোহেল বাদি হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
ওসি মো. কামরুজ্জামান জানান, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চুরির মঙ্গে জড়িত মো. নুরু নবী নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগরের চোরাই গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। দায়ের করা মামলায় নুরু নবীকে গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাধারা/এআই