আশিক এলাহী, রাঙ্গুনিয়া চট্টগ্রাম »
করোনার মহামারি ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিল রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার পোমরা ইউনিয়নের ছাইনী পাড়া গ্রামের প্রান্তিক কৃষক নূর হোসেন’র প্রায় ২ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি গত শনিবার (২৪ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে যুক্ত হয়ে ভার্চ্যুয়ালে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিতে বলেন ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশে উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এ.কে মামুনের নেতৃত্বে কৃষক নূর হোসেন’র জমির ধান কেটে দেন তারা।
কৃষক নূর হোসেন বলেন, লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত সময় হওয়া সত্ত্বেও অর্থ ও শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। এছাড়া এলাকায় যে শ্রমিক পাওয়া যায়, তাদের মজুরি বেশি। আমার এমন অসহায়ত্বের কথা শুনে উপজেলা ছাত্রলীগের নেতা এ.কে মামুন আরও কয়েকজন নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা পয়সা ছাড়াই আমার দুই বিঘা ধান কেটে আমার বাড়ি দিয়ে আসেন। আমি তাদের এ সাহায্যের কথা ভুলব না।
ছাত্রলীগের নেতাকর্মীদের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান এলাকার লোকজন। তারা প্রশংসা করেন ছাত্রলীগের নেতাকর্মীদের।
সেলিমা কাদের ডিগ্রী কলেজের সভাপতি এ.কে মামুন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বানে কৃষক নূর হোসেনের ধান কেটে দিয়েছি। এ সংকটকালে প্রয়োজনে খবর পেলে এমন আরও অসহায়দের ধান কেটে দিব আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জয় রাজ, ইমাম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক আতিক হাসান, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, রিয়াজ মোরশেদ, সুজন, নিরব, ইমন, তানজিল উদ্দিন সিজান, আব্দুর রাকিব, রবিব, আরিফ আহমেদ, ফারুক, মোজাম্মেল, ইমরান, জাহেদ, আকিব, রাহাত, ফরিদ, সোহেল প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআই