এম মতিন, রাঙ্গুনিয়া »
করোনাভাইরাস আক্রান্ত চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সুস্থতা কামনায় তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় খতমে কোরআান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইছাখালী মুহাম্মদপুর জামে মসজিদে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খতমে কোরআন পাঠ শেষে তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী।
এদিকে রাঙ্গুনিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আয়োজনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
- তথ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন শিক্ষা উপমন্ত্রী
- করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী
- আল্লাহর কৃপায় আমি ভাল বোধ করছি : তথ্যমন্ত্রী
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রাসু, সিনিয়র সহ-সভাপপতি মাহমুদুল ইসলাম রাসেল, সহ সভাপতি মো. আজাদ, সোহেল আরমান, রাকিবুল ইসলাম বাবু, মো. বাবলু, যুগ্ম সম্পাদক এরশাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আলি শাহ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সাবের, মো. মিনার, মো. ফয়সাল, মো. ইমন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. ইমতিয়াজ, ছাত্রলীগ নেতা মো. সাব্বির, মো. তুষার, মো. তানজুল, মো. রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত হতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাধারা/এফএস/এএ