ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

বাংলাধারা প্রতিবেদন »

ঐতিহ্যবাহী ও শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত চরিত্র। তাঁর মালিকানাধীন সাইফ পাওয়ার-টেক এই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তরফদার মো. রুহুল আমিন বাংলাধারাকে বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। শতবর্ষী বাণিজ্য সংগঠন হিসেবে চিটাগাং চেম্বার বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, পথ প্রদর্শক। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর, যা দিয়ে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ পরিবাহিত হয়।

‘ঐতিহ্যবাহী এ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি এ জনপদে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে এবং সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে। একই সঙ্গে সারা দেশে অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করবো।


আরও পড়ুন