বাংলাধারা প্রতিবেদক »
পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় উপজাতি মেয়েকে গণধর্ষণ মামলার পলাতক আসামি যিশু চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (৭ অক্টোবর) নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যিশু রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার করেঙ্গাতলী বাজার এলাকার সমীর চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গত ১৫ জুলাই আসামি বিপ্লব বড়ুয়া ও আসামি যিশু চৌধুরীসহ কতিপয় দুস্কৃতিকারী ভিকটিমকে মুখ চেপে ধরে জোর করে বাঘাইছড়ি থানার বাড়ুয়ার পাড়ায় একটি বসতঘরে নিয়ে যায়। সেখানে তারা সারারাত ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
‘পরে রাঙামাটি পার্বত্য জেলায় বাঘাইছড়ি থানার এ চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি চাকমাদের সাথে সেইখানকার সংখ্যালঘু বড়ুয়া, হিন্দু ও মুসলিমদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে এবং এক পর্যায়ে তা গোলাগুলির পর্যায়ে চলে যায়। এজাহার নামীয় ৫ আসামির মধ্যে ২ জন বৌদ্ধ, ১ জন হিন্দু ও ২ জন মুসলিম সম্প্রদায়ের লোক ছিল। ৫ আসামিই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আসামিরা গ্রেফতার না হওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ব্যপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। আসামিরা এলাকা ছেড়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।’
এই র্যাব কর্মকর্তা আরও জানান, এই সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় ২নং আসামি যীশু চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব-৭। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি এবং তারা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।
গ্রেফতার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এসআরটি