ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

তামান্নার অসাধ্য সাধন;পা দিয়ে লিখেই পেলো জিপিএ-৫

রসস

বাংলাধারা ডেস্ক »

মানুষের ইচ্ছা শক্তির কাছে পরাজিত সবকিছু। মানুষের দৃঢ় প্রতিজ্ঞা ও পরিশ্রম তাকে নিয়ে যায় সাফল্যের চরম শিখরে। এমন এক গল্পের উদাহরণ তামান্না নূরা। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের রওশন আলীর মেয়ে তামান্না নূরা পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে তামান্না নূরা।

সোমবার (০৬ এপ্রিল) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফলে তামান্না নূরার এমন ফলাফল আনন্দিত করেছে তামান্না, তার পরিবার, বিদ্যালয় সংশ্লিষ্টসহ সকলকে। 

তামান্না এবার যশোরের ঝিকরগাছার বাঁকড়া জে কে হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। বাঁকড়া ডিগ্রি কলেজ কেন্দ্রেই অন্য সকল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসেই পরীক্ষা দেয় সে। 

জন্মগতভাবে দুই হাত, এক পা ছাড়া মাত্র একটি পা নিয়েই দুনিয়ার আলো দেখে সে। তবে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধিত্ব। তার প্রমাণ এসএসসিতে জিপিএ-৫ অর্জন।

প্রতিবন্ধিত্বকে পেছনে ফেলে তামান্না বিদ্যালয়ে কেজি, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রতিটি ফলাফলে মেধাতালিকায় প্রথম হওয়ার পাশাপাশি এডাস বৃত্তি পরীক্ষায় প্রতিবছর বৃত্তি পেয়েছে। এছাড়াও ২০১৩ সালে পিএসসি এবং ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় সে।

পরিবারসূত্রে জানা যায়, জন্মের পর থেকে তামান্নার মা তাকে একটি পায়ের উপর ভর করে সব শিক্ষা দিতে থাকে। মায়ের কাছেই তার শিক্ষার হাতেখড়ি। প্রধম তাকে স্থানীয় আজমাইন এডাস স্কুলে নার্সারিতে ভর্তি করানো হয়। তামান্না ছিল শ্রুতিধর। তার অতিপ্রাকৃত মেধা তাকে সাফল্যের প্রথম সিঁড়ি অতিক্রম করতে সাহায্য করে।

পরীক্ষার ফলাফলের কৃতিত্বের আনন্দ আত্বহারা সবাই। প্রতিবেশি, আত্বীয় স্বজনসহ সকলে তার এমন সাফল্যে অভিভূত।

তামান্না নূরা ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকর্তা হতে চায়।

বাংলাধারা/এফএসেএমআর/টিআর/বি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ