সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা তামিমেরই। কিন্তু তামিম শারিরীকভাবে অসুস্থ হওয়ায় তার ক্রিকেটে ফেরা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে দুটি ইনজেকশন নিয়েছেন তামিম।
এসব ধোঁয়াশা কাটাতে বিসিবির সাথে বৈঠকে বসছেন তামিম। আজ বিকেলেই এ বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এ নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।
তামিম ইকবাল ও বিসিবির কোথায়, কখন বৈঠক হবে সেটি জানা যায়নি। তবে শুরুতে জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর তামিম কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তাদের। এরপরই বিশ্বকাপ ও এশিয়া কাপের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন এই উদ্বোধনী ব্যাটার। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে ছুটিতে যান দেড় মাসের জন্য। পরিবার নিয়ে ছুটি কাটানোর পর লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে দুটি ইনজেকশন নিয়েছেন। তবে তার ক্রিকেটে ফেরার দিনক্ষণের নিশ্চয়তা মিলছে না। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা তামিমেরই।