ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

তারা মাত্র ৩০-৪০ সেকেন্ডে মোটরসাইকেল চুরিতে পারদর্শী !

বাংলাধারা প্রতিবেদন »

মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চুরির ঘটনা দিন দিন বাড়ছে। বাড়ছে কলা- কৌশল, কমছে সময়। একটি মোটরসাইকেল চুরিতে কেউ সময় নেয় মাত্র ৩০ সেকেন্ড আবার কেউ ৪০ সেকেন্ড! অবিশ্বাস্য হলেও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এমন দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে কতোয়ালী থানা পুলিশ।

এসময় পুলিশ ২০টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেন।

শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোররা হলেন, মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা (৪৪), মেহেদী হাসান (১৯), মাহমুদুল হাসান (২৪), আনোয়ারুল ইসলাম (৩৭), রফিকুল ইসলাম রিপন (৩৮), মো. ওবায়দুল কাদের (৪২), মো. শাখাওয়াত হোসেন ওরফে রুবেল হোসেন (২৫), শাহাদাত হোসেন সাজ্জাদ (২৭) ও মো. রিয়াজ (৩২)।

ওসি নেজাম উদ্দিন ​বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানস্থল টার্গেট করে মোটরসাইকেল চুরি করতো চোরচক্রটি।

তিনি বলেন, কেউ মোটরসাইকেল রেখে গেলে সিন্ডিকেটের একজন সদস্য মালিকের পিছু নেয়। অন্যজন একটি চাবি দিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যয়। পুরো কাজটি সম্পন্ন করতে মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় নেয় চক্রটি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ