বান্দরবান প্রতিনিধি »
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিয়েছেন। তখন থেকে তিন পার্বত্য জেলার (বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) এলাকার মানুষের ভাগ্য বদল হচ্ছে। পাহাড়ের প্রত্যেক উপজেলায় বিদ্যুৎ গেছে। হাসপাতাল ও ফায়ার সার্ভিস হয়েছে। এসেছে স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রীর কারণে এ উন্নয়ন।
বুধবার বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী বাজারে অস্থায়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের ১৩২৭ পরিবার উপকারভোগীর মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নের ২০ লখ টাকার ব্যায়ের রেমাক্রী বাজার সড়ক ও পার্বত্য জেলা পরিষদ অর্থায়নের ৫০ লাখ টাকার ব্যায়ের বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে ভিত্তির প্রস্থর উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. অং চালু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সিংইয়ং খুমি, সিংইয়ং বম, তিংতিং ম্যা, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত।
পার্বত্য মন্ত্রী বলেন, বিদ্যুতের জন্য তিন পার্বত্য জেলায় ৫৬৫ কোটি টাকার যে প্রকল্প নেয়া হযেছে সেটি পর্যাপ্ত নয়। তাই প্রায় ১ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে, এটা প্রক্রিয়াধীন আছে। আর এটা হলে আর বিদ্যুৎ এর সমস্যা হবে না। প্রায় সাড়ে ৪২ হাজার পরিবারকে সোলার দেয়া হবে।
এ-সময় তিনি বলেন, শুধু পার্বত্যাঞ্চল নয়, সারাদেশের ন্যায় আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে। এ অঞ্চল শিক্ষায় এগিয়ে যাচ্ছে।
পরে মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় রেমাক্রী ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
শেষে থানচি উপজেলা কমপ্লেক্সর আয়োজনে ইউএইচসি অপারেশন প্লানের ট্রাবাল হেলথ কমর্সূচির আওতায় মোবাইল মেডিকেল টিম স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন। ৬জন চিকিৎসক শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করে।