১৫ জুলাই ২০২৫

ত্রাণ নিয়ে কর্মহীনদের পাশে এন্টি রেইপ ক্যাম্পেইন

মিরসরাই প্রতিনিধি »

করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে থাকতে নিজেদের নিয়োজিত রাখছে চট্টগ্রাম এন্টি রেইপ ক্যাম্পেইনের সদস্যরা। অন্ধকার রাত্রিতে অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনটির নেতৃবৃন্দ।

সোমবার (৪ মে) ছোলা, চিনি, ছিড়া, সেমাই, মুড়ি সহ বিভিন্ন খাদ্য উপকরণ নিয়ে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে গ্রামে যায় তারা।

এন্টি রেইপ ক্যাম্পেইন একটি ধর্ষণ বিরোধী সংগঠন। যারা ধর্ষনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গত ফেব্রুয়ারী থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে।দেশের এই ক্রান্তিলগ্নে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ।

সংগঠনটির অন্যতম মুখপাত্র সম্রাট ইউনুস তুষার জানান,এন্টি রেইপ ক্যাম্পেইনের একজন সদস্য হিসেবে আমরা যার যার এলাকায় কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের সংগঠনের প্রত্যেকেই ছাত্র,আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্ট করেছি এবং ইন শা আল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এন্টি রেইপ ক্যাম্পেইনের আরেক মুখপাত্র শাহীন ভূঁইয়া বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেতে খাদ্য সামগ্রী বিতরণের কাজে অংশগ্রহণের জন্য সংগঠনের এডমিন প্যানেলের সদস্য সাইফুল সাকিব,সুমাইয়া আয়েশা, ইসমাইল, জাইদু, সয়ন, মিনহাজসহ এডমিন প্যানেলের সকল সদস্য প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় তিনি বিশেষ ভাবে প্রবাসী সাইফুল ইসলাম সাকিব এবং চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া আয়েশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন