আন্তর্জাতিক ডেস্ক »
থাইল্যান্ডে প্রাক-প্রাথমিক শিশুদের একটি ডে কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তার নির্বিচারে চালানো গুলি ও ছুরি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটির উত্তরপূর্বের নং বুয়া লামফুতে ওই হামলার পর বন্দুকধারী পালিয়ে যায়, তাকে এখনও ধরা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হামলায় হতাহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলি ও ছুরিকাঘাত করে। এখন পর্যন্ত তাকে ধরা যায়নি। হামলার মোটিভ স্পষ্ট নয়।
ওই পুলিশ কর্মকর্তা সম্প্রতি চাকরিচ্যুত হয়েছিলেন বলে খবর পাওয়া গেছে।
তাকে সর্বশেষ ব্যাংককের নিবন্ধন প্লেট সম্বলিত একটি চার দরজার সাদা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে ২৩টি শিশু আছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি সংবাদ সংস্থা।
থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। ২০২০ সালে দেশটির এক সেনাসদস্যের হামলায় নাখন রাচাসিমা শহরে ২১ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।