৮ জুলাই ২০২৫

থানচিতে কিশোরী অপহরণ : চট্টগ্রাম থেকে গ্রেফতার ২

বান্দরবান প্রতিনিধি »

থানচি উপজেলার দুর্গম এলাকার রেমাক্রি ইউনিয়নে কেসমন পাড়ায় গ্রামে ১৪ বছরের কিশোরীকে অপহরণের দায়ে দু’জনকে আটক করেছে থানচি সদর থানা পুলিশ।

শুক্রবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুইজনকে।

আটক রেজাউল করিম টিপু (৪২) বাইশারী ইউনিয়নে ১নং ওয়ার্ডের ক্যাথোয়াই পাড়া বাসিন্দা মৃত কবির মাস্টারের ছেলে এবং একই এলাকার ইসমাইলের ছেলে একজন রুবেল (৩০)।

থানচি থানার তথ্য মতে, ২৭ মার্চ রোববার থানচি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে কিশোরীর দুলাভাই শান্ত ত্রিপুরা। পরে ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি বাবা নিজ উপস্থিত থেকে অপহরণের মামলার করলে অভিযানে নামে পুলিশ। প্রায় তিনদিন অভিযানের পর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়ার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানচি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ্ত রায় জানান, রেজাউল করিম টিপু (৪২) চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন তথ্য পেলে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা বস্তি এলাকায় ভাড়া বাসা থেকে ১৪ বছরের নাবালিকা উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণকারী রেজাউল করিম টিপু (৪২) ও তার সহযোগী রুবেলকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে শিশু ধর্ষনের আইনের মামলার দায়ের করে জেলে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ