বান্দরবানের থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার (২১আগষ্ট) সকালে থানচি উপজেলা প্রাঙ্গনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও বান্দরবান জেলা পুলিশ যৌথ উদ্যেগে ক্ষতিগ্রস্ত ২শত পরিবার মাঝে চাউল. ডাল, তেল, চিনি, চিড়া, লবন, আলু, মোমবাতি ও দিয়াশলাইটসহ নয়টি পদে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হকসহ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বান্দরবানের পৌর এলাকায় বন্যার ক্ষতিগ্রস্ত ২শত পরিবার ও রুমায় ৪শত পরিবার মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশ।