ksrm-ads

৯ নভেম্বর ২০২৪

ksrm-ads

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে মৌমাছির হানা!

বাংলাধারা ডেস্ক »

মৌমাছির উপদ্রপে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল।

চেস্টার-লি-স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে শুক্রবার ম্যাচের ৪৮তম ওভারে এই ঘটনা ঘটে। আক্রমণ থেকে বাঁচতে ক্রিজে থাকা দুই লঙ্কান ব্যাটসম্যান ইসুরু উদানা ও সুরাঙ্গা লাকমলসহ দক্ষিণ আফ্রিকার সব ফিল্ডার এবং দুই আম্পায়ার মাটিতে শুয়ে পড়েন। বোলার ক্রিস মরিস শুধু শুয়ে না থেকে পুশ আপস দেন!

এই দুই দলের ম্যাচে মৌমাছির হানা দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। ২০১৭ সালে ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একটি ম্যাচেও হানা দিয়েছিল মৌমাছি। সে সময়ও ব্যাট করছিল শ্রীলঙ্কা। সেবার অবশ্য এক ঘন্টার বেশি সময় খেলা বন্ধ ছিল এ কারণে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন