ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

🔻প্রমা অবন্তীর কাছে ওড়িশি নৃত্যে তাঁর হাতেখড়ি

দক্ষিণ কোরিয়ান মাইম উৎসবে চট্টগ্রামের প্রিয়াংকা বড়ুয়া

🔺একই উৎসবে আরো ৪ বাংলাদেশির যোগদান

দক্ষিণ কোরিয়ান মাইম উৎসবে মাতালেন চট্টগ্রামের ওড়িশি নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়ার মনমুগ্ধকর পরিবেশনা। গত ১৭-১৯ নভেম্বর কোরিয়ান মাইম উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়। কোরিয়ান মাইম কাউন্সিলের আমন্ত্রণে অংশগ্রহণ করে চট্টগ্রামের ওড়িশি নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া।

বাংলাদেশ থেকে এই উৎসবে আরো ৪ জন যোগদান করেন। তাদের মধ্যে নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া অন্যতম। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ নাচের পাশাপাশি অংশগ্রহণকারীগণ সৃজনশীল নৃত্য পরিবেশন করেন। কোরিয়ান মাইম কাউন্সিলের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশি নৃত্যশিল্পীদের দর্শক নন্দিত হয়। পরিবেশনার পর আমন্ত্রিত শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য প্রিয়াংকা বড়ুয়া ওড়িশি নৃত্যচর্চার পাশাপাশি নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত এক যুগ ধরে ওড়িশি নৃত্যের চর্চা করে চলেছেন। বাংলাদেশের প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী এবং চট্টগ্রামের প্রখ্যাত ওড়িশি নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিচালক প্রমা অবন্তীর কাছে ওড়িশি নৃত্যে তার হাতেখড়ি হয়।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত এবং এর পাশাপাশি তিনি বাংলাদেশের আরেকজন প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী আইসিসিআর স্কলার বেনজীর সালামের নিকট ওড়িশির বিভিন্ন অনুষঙ্গে তামিল নিচ্ছেন।
প্রসঙ্গত: ২০২৩ সালে প্রিয়াংকা বড়ুয়া ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে বিশ্ব ওড়িশি উৎসবে অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন