ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

‘দখলদার যত বড়ই হোক না কেন, কেউ ছাড় পাবে না’- চসিক মেয়র

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর রাস্তা-ঘাট, ফুটপাত দখল করে ও নালর উপর স্ল্যাব নির্মাণ করে ব্যবসা পরিচালন করছে তারা নিজ উদ্যোগে দ্রুত এসব অবৈধ স্থাপনা ও অপসারণ করবেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ধরণের শৈতীল্যতা দেখানোর অবকাশ নেই।’

শনিবার (৩ জুলাই) সকালে নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন রাস্তার দুই পাশে নালা, ফুটপাত ও রাস্তার উপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকান পাটের ময়লা আবর্জনা সরাসরি নালায় ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করছেন এবং নগরীর সৌন্দর্য নষ্ট করছেন। কিছু কিছু ব্যক্তি বিশেষের কারণে সাধারণ জনগন কষ্ট পাচ্ছে। তা মেনে নেয়া যায় না।’

মেয়র বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসকল অবৈধ স্থাপনা ও নালার উপর অবৈধভাবে নির্মিত স্ল্যাব উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছে। কেউ যদি নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন, তাহলে চসিকের উচ্ছেদ কার্যক্রমে ব্যয় বহন করতে হবে ও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘দখলদার যত বড়ই হোক না কেন, কেউ ছাড় পাবে না।’

মেয়র আরো বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রামনণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সংক্রামনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশেষজ্ঞগণের মতে এখনেই সতর্ক না হলে,পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তাই আমাদেরকে সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই পরিস্থিতি উন্নতী হবে।

এ সময় দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরীর, চসিক উপ-প্রধান পরিচ্চন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম, পরিচ্চন্ন কর্মকর্তা প্রনব শর্মাসহ চসিকের পরিচ্চন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন