৮ জুলাই ২০২৫

দিনে দু’শতাধিক মানুষকে ‘ফ্রি ইফতার’ দিচ্ছেন ছাত্রলীগ নেতা

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইসের কারণে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া ভাসমান দুই শতাধিক খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, দিনমজুর ও পথ শিশুদের মাঝে সোমবার (৪ মে) ৪র্থ দিনের মত ইফতার বিতরণ করছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু।

পাঁচলাইশ থানাধীন ৭নং ওয়ার্ডের হামজার বাগ, বিবিরহাট, বশর মার্কেট, উত্তরণ ক্লাব এলাকায় এইসব ইফতার বিতরণ করা হয়।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ত্রাণ সামগ্রী, করোনাভাইরাস সচেতনতা লিফলেট ও মাস্ক বিতরণ করেছিলেন তিনি।

ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু বাংলাধারাকে বলেন, চিত্তের তাগাদায় নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, পবিত্র রমজানব্যাপী ফ্রি ইফতার বিতরণ ছাড়াও করোনার প্রকোপ যতদিন থাকবে ততদিন সাধ্যমতো অসহায়দের পাশে থাকবো।

এসময় সমাজের বিত্তশালীদের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন তিনি।

বিতরণকালে ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৌরভ, জিদান, তপু, মিরাজ, আরভি, সানি, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ