আশিক এলাহী »
দীর্ঘ ৮ বছর পর রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন কাল (বুধবার) বিকালে অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের প্রানচাঞ্চল্যে মুখর হয়ে উঠছে পোমরা ইউনিয়ন। দীর্ঘ দিনের প্রতিক্ষিত সাবেক ছাত্র ও যুবনেতাদের পদ চারনায় এখন মুখর হয়ে উঠেছে সাংগঠনিক প্রচার প্রচারনা। এ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মেলনকে ঘিরে ৯টি ওর্য়াডের তৃণমুল পর্যায়ের রাজনীতিবিদের মাঝে পছন্দের প্রার্থী ও দলের দুঃসময়ে মাঠে থাকা প্রার্থীদের নিয়ে নানা কল্পনা জল্পনা চলছে বেশ জোরেসোরে।
পোমরা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার প্রবেশমুখ। এই সম্মেলন ও কাউন্সিলের দিকে চেয়ে আছে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা।
ইউনিয়নের মাঠ পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক প্রাথী হিসেবে দলের দুঃসময়ের কান্ডারী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যাদের নিবিড় সম্পর্ক, দলের জন্য পরীক্ষিতদের মূল্যায়ন করার কথাও ইঙ্গিত দিয়েছেন উপজেলার রাজনীতির নীতি নির্ধারকরা।
এব্যাপারে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মো. ছাবের বাংলাধারাকে জানিয়েছেন, বুধবার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় তিনি সকলকে করোনা স্থাস্থ্যবিধি মেনে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আহবানও করেন।
উক্ত সম্মেলন উদ্ধোধন করবেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু। এছাড়া সম্মেলন সফল করতে গত দুদিন থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও প্রচারনা চলছে।
বাংলাধরা/এফএস/এআর