ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

দুই বাংলার প্রেক্ষাগৃহে জয়া আহসান

বাংলাধারা বিনোদন »

সাফটা চুক্তির আওতায় কলকাতা ও বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের দুই ছবি ‘কণ্ঠ’ ও ‘খাচা’। এর মধ্যে ‘কণ্ঠ’ কলকাতার ছবি। এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

অন্যদিকে উইনডোস প্রোডাকশনের ব্যানারে ‘কণ্ঠ’ বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৮ নভেম্বর। এই প্রথম জয়া অভিনীত ভারতীয় ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানানো হয়েছে, ঢাকার মধ্যে বসুন্ধরা সিটি, ব্লকবাস্টার্স সিনেমা, শ্যামলী, বলাকা, মধুমিতায় মুক্তি পাবে ‘কণ্ঠ’।

এছাড়া ঢাকার বাইরে জয়দেবপুরের বর্ষা, বগুড়ার মম ইন, টট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ছায়াবানী, পাবনার রূপকথা, খুলনার শংখ ও লিবার্টির মত প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তি পেতে চলেছে।

এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার চরিত্রটি একজন স্পিচ থেরাপিস্টের। কণ্ঠ হারিয়ে বিপর্যস্ত বাচিক শিল্পীকে কথা বলার নতুনভাবে অনুপ্রেরণা জোগাতে দেখা যাবে তাকে।

অন্যদিকে একই দিনে অর্থাৎ ৮ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে জয়া অভিনীত আরেক ছবি ‘খাচা’। এটি পরিচালনা করেছেন আকরাম খান। তবে এ ছবিটি কলকাতার কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সে সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি।

জয়া বলেন, সমস্ত নিয়ম মেনেই দুই দেশের মধ্যে ছবি দুটির আদানপ্রদান হচ্ছে। প্রথমবারের মতো আমার ভারতীয় ছবি দেশের হলে মুক্তি পাচ্ছে। এটা আমার কাছে ভীষণ আনন্দের।

তিনি আরও বলেন, বাংলাদেশের দর্শকরা ‘কণ্ঠ’ দেখে একেবারেই হতাশ হবেন না। অন্যদিকে ‘খাচা’ ছবিটিও কলকাতার দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ