কক্সবাজারের টেকনাফে অকস্মাৎ বয়ে যাওয়া দু’মিনিটের দমকা বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা-বসতবাড়ি-বৈদ্যুতিক খুঁটি। বাতাসের তীব্র বেগে প্রায় কয়েকশ’ বিভিন্ন প্রজাতির গাছপালা, ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও খেত-খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার ( ১৭ আগস্ট) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম মেম্বার।
তিনি জানান, রাতে খাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম, তখন বাতাস বা ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। ভোররাতে হঠাৎ দু’মিনিটের তীব্র গতি’র বাতাস ও শিলা বৃষ্টিতে গাছপালা ভেঙে মানুষের বসতঘরে পড়ে। সে সঙ্গে বৈদ্যুতিক খুঁটিসহ অনেকের খেত-খামার ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন পড়ে যাওয়া গাছ কেটে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। উপজেলার অন্য কোন জায়গায় এমনটা হয়নি বলে জানতে পেরেছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ অকস্মাৎ বয়ে যাওয়া দমকা বাতাসে গাছপালা, মানুষের বসতঘর খেত-খামার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেনেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে যতটুকু সম্ভব সহায়তায় দেয়ার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।