ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

দুবাইয়ের আকাশ থেকে লাফ দিলেন মেহজাবীন! (ভিডিও)

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দুবাইয়ের আকাশ থেকে দিয়েছেন ঝাঁপ! শহরে সবচেয়ে আকর্ষণীয় ভিউ প্লাম আইসল্যান্ডের আকাশে এই ডাইভটি দিয়েছিলেন ছোট পর্দার বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।

ঈদের পর তিনি দুবাইয়ে যান অভিনেত্রী। তখনই এই ডাইভে অংশ নেন। এমন মজার আর অ্যাডভেঞ্জারাস ডাইভিং নিতে যাওয়ার জন্য বাড়তি সাহস দরকার হয়। যেটি করেছেন মেহজাবিন।

মেহজাবীন বলেন,‌ ‘অবশেষে এটা করতে পেরেছি। এটা সত্যিই অসাধারণ। স্কাই ডাইভিংয়ের জন্য দুবাই-ই সেরা।’ এদিকে স্কাই ডাইভিংয়ের পুরো একটি ভিডিও তৈরি করেছেন এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সেখানে মেহজাবীনের প্রস্তুতি, শুরু থেকে মাটিতে নামা পর্যন্ত পুরো ঘটনা দেখানো হয়।

YouTube player

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ