ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

দূষণের দিক থেকে ১ নম্বরে বাংলাদেশ

শাহনেওয়াজ শাহীদ »

সম্প্রতি ক্রিকেট ও দিল্লির বায়ু দূষণ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইলেও ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের দিক থেকে প্রথম স্থানে আছে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার একটি বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর যতো মানুষের মৃত্যু হয় তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণজনিত অসুস্থতার কারণে। কিন্তু সারা বিশ্বে এধরনের মৃত্যুর গড় মাত্র ১৬ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, বায়ু দুষনে দূষিত প্রধান ২০টি দেশের মধ্যে এক নম্বরে বাংলাদেশ, দুইয়ে পাকিস্তান, তিনে ভারত তারপর ক্রমান্বয়ে আফগানিস্তান, বাহারাইন, মঙ্গলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, চীন, বসনিয়া ও হার্জেগোভিনা,উগান্ডা, ম্যাসাডোনিয়া, উজ্বেকিস্থান, ভিয়েতনাম, শ্রীলংকা, থাইলেন্ড।

তবে বিশ্বের সবচেয়ে দূষিত ২০ টি রাজধানী শহরের মধ্যে প্রথমে রয়েছে ভারতের দিল্লি, দ্বিতীয়তে বাংলাদেশের ঢাকা, তৃতীয়তে কাবুল (আফগানিস্তান) এরপর ক্রমান্বয়ে মানামা (বাহরাইন), উলানবাটার (মঙ্গোলিয়া), কুয়েত সিটি (কুয়েত), কাঠমান্ডু (নেপাল), বেইজিং (চীন), আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), জাকার্তা (ইন্দোনেশিয়া), কমপালা (উগান্ডা), হ্যানয় (ভিয়েতনাম), সারাজেভো (বসনিয়া ও হার্জেগোভিনা), তাশখন্দ (উজবেকিস্তান) ইসলামাবাদ (পাকিস্তান), স্কোপজে (ম্যাসেডোনিয়া), কলম্বো (শ্রীলঙ্কা), প্রিস্টিনা (কসোভো), আস্তানা (খাজাখস্তান), সান্টিয়াগো (চিলি)।


ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী

কিন্তু এশিয়ার সবচেয়ে দূষিত ১৫টি শহরগুলির প্রথম সাতটি ভারতে এবং উত্তরাঞলের কানপুর শহর এ তালিকায় সবচেয়ে উপরে।বাকি আটটি শহর পাকিস্তান, বাংলাদেশ এবং চীনে।

সামগ্রিক দেশগুলির দিকে তাকালে দেখা যায়, সবচেয়ে খারাপ বায়ুযুক্ত প্রথমে বাংলাদেশ, তার পরে পাকিস্তান এবং তারপরে ভারত। বিশ্বব্যাংক ২০১৫ সালের এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, শহরাঞ্চলে এই দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে গিয়ে পৌঁছেছে।

তারা বলছে, দূষণের কারণে ২০১৫ সালে বাংলাদেশের বিভিন্ন শহরে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বায়ু দূষণের কারণে প্রতি বছর সারাবিশ্বে ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। প্রতি ১০জনের মধ্যে নয়জন দূষিত বায়ু সেবন করে।পৃথিবীর ৯১ শতাংশ মানুষ এমন জায়গায় বসবাস করে যেখানে বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার চেয়ে বেশি। এই সমস্ত ‌র‌্যাঙ্কিং প্রতি বছর গড় বায়ু মানের উপর ভিত্তি করে করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন