ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

দেওয়ানহাট ফ্লাইওভারে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ, আহত ৪

ট্টগ্রাম নগরের দেওয়ানহাট ফ্লাইওভারে ওভারটেক করতে গিয়ে মাহিন্দ্রা অটোরিকশা ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়ারলেস অপারেটর জালাল জানিয়েছেন, অলংকারগামী মাহিন্দ্রা অটোরিকশাটি ফ্লাইওভারে ওঠার পর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের পেছনে থাকা একটি প্রাইভেট কারও ট্রাকটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় প্রাইভেট কারটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গাড়ির আরোহীরা অক্ষত রয়েছেন। তবে মাহিন্দ্রার চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ফ্লাইওভারে যান চলাচল বিঘ্নিত হয়।
বিশেষজ্ঞ মতামত:এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ফ্লাইওভারে ওভারটেকের নিয়ম মানা এবং গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপদ সড়কের জন্য কর্তৃপক্ষেরও নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন