বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরীর দেওয়ানহাট-বারিক বিল্ডিং সড়কে আজ থেকে রিকশা চলাচল বন্ধে সিন্ধান্ত নিয়েছে নগর ট্রাফিক পুলিশ। যানজট নিরসনে নগরীর এ রিকশা চলাচল বন্ধের মতো গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৬ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়ে সত্যতা নিশ্চিত করেন ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. তারেক আহমেদ।
নগরীর বিমান বন্দর সড়ক রিকশামুক্ত করার প্রাথমিক অংশ হিসেবে দেওয়ানহাট-বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। তবে বাদামতলী ও চৌমুহনী মোড়ের ১০০ গজের মধ্যে রিকশাসহ কোন যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না। তবে পশ্চিম ও পূর্বে রাস্তা ক্রস করতে পারবে। সড়কে শৃঙ্খলার স্বার্থে ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন বলে জানিয়েছেন মহানগর রিকশা মালিক পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রিকশাকে নগরীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশার ধীরগতি চলাচলের কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। বিমান বন্দরগামী যাত্রী এবং সিইপিজেড ও কেইপিজেড- এর রপ্তানি পক্রিয়াজাতকরণে কারখানার গাড়িগুলো এই সড়ক চলাচল করে। কিন্তু যানজটের কারণে এই গুরুত্বপূর্ণ সড়ক স্থবির হয়ে থাকে। এই যানজট সৃষ্টি হওয়ার পেচনে রিকশাকে দায়ী করছেন ট্রাফিক বিভাগ।
বাংলাধারা/এফএস/এএ