ksrm-ads

৬ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

দেড় কেজি আইসসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

Cox

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যরা তল্লাশি চালিয়ে এক কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ রোহিঙ্গা এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চেকপোস্টের পশ্চিমে গোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক নিয়ে হেটে এলাকা পার হতে যাওয়া এ যুবককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

গ্রেফতার রোহিঙ্গা তরুণ মো. ফাইসেল (১৯) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক নং-৭’র বাসিন্দা ইয়াছিনের ছেলে।

শুক্রবার বিকেলে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে এলাকা দিয়ে ভয়ংকর মাদক আইসের চালান পার হবে। এ তথ্যে বৃহস্পতিবার রাতে টহল কার্যক্রম জোরদার করা হয়। মরিচ্যা চেকপোষ্ট হতে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে গোয়ালিয়া চেকপোষ্টে টহলরত অবস্থায় রাস্তার পাশ দিয়ে ফাইসেল নামে এক পথচারি পায়ে হেঁটে দ্রুত পোষ্ট অতিক্রম করছিল। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয়। তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার ব্যাগের ভিতর হতে এক কেজি ৬২৫ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আটক যুবককে ক্রিষ্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন