বাংলাধারা প্রতিবেদন >>
দেশে গত একদিনে নতুন করে ২ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩২ জন।
শনিবার (৮ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা জানান, গত একদিনের ৩২ জন সহ দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩৬৫ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে হাসপাতালে ৩১ জনের ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়েছে।
ডা. নাসিমা আরও বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
বাংলাধারা/এফএস/টিএম