বাংলাধারা প্রতিবেদন »
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামবাসীসহ দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদ – বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার।
বছর ঘুরে আবার এলো ঈদুল আযহা। এই ঈদের বিশেষত্ব হচ্ছে কোরবানি তথা ত্যাগ। সবাই এই বিশেষ দিনটাকে উদযাপনের জন্য সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। এরই অংশ হিসেবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল হাসান তুষার।
শুভেচ্ছা জানিয়ে তুষার বলেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এবার পবিত্র ঈদুল আযহা এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। তাই সচেতনতার সঙ্গে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ।
তিনি আরো বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নবউদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা