জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ চট্টগ্রাম কলেজের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শিরোপা অর্জন করেছেন। এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের কলেজে বরণ ও সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম কলেজ।
বুধবার (২৯ মে) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান।
সংবর্ধিত তিন শিক্ষার্থী হলেন— চট্টগ্রাম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিশমা কবীর ঐশী (নির্ধারিত বক্তৃতা ইভেন্টে চ্যাম্পিয়ন), ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাহামিন তারান্নুম হক (ইংরেজি বক্তব্য ইভেন্টে দ্বিতীয়) এবং বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ্রা চক্রবর্তী (বাংলা কবিতা আবৃত্তি ইভেন্টে তৃতীয়)।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই তিন কৃতি শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন চট্টগ্রাম কলেজের সুনাম বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, এই অর্জনে কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। তাদের মধ্য থেকেই হয়তো অন্য কেউ আগামী বছর কলেজের জন্য পুরস্কার নিয়ে আসবে।’
চট্টগ্রাম কলেজ সাংস্কৃতিক দলের পক্ষ থেকে বিজয়ীদেরকে প্রথমে নাচ-গানে আনন্দে মাতিয়ে পুষ্পমুকুট পড়িয়ে দেয়া হয়। তারপর কলেজ অধ্যক্ষ বিজয়ীদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামীমা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।