১২ জুলাই ২০২৫

দেশের ইতিহাসে ডলারের রেকর্ড দাম, টাকার মান কমেছে আরও ২৫ পয়সা

বাংলাধারা ডেস্ক »

সর্বশেষ গত রবিবার ডলারের দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। একদিনের ব্যবধানে টাকার মান কমেছে আরও ২৫ পয়সা।

অন্যদিকে খোলাবাজারেও ডলারের দাম বেড়েই চলেছে। সোমবার (০৮ আগস্ট) খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৫ টাকায়, যা দেশের ইতিহাসে ডলারের রেকর্ড দাম। রবিবার খোলাবাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা। এর আগে, গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার ৯৪.৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯৪.৯৫ টাকা। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজারের সেঞ্চুরি মানি এক্সচেঞ্জের ম্যানেজার জানিয়েছেন, আজ তারা সর্বশেষ প্রতি ডলার ১১৪/১১৫ টাকা দরে বিক্রি করেছেন, যা গতকাল রোববারও ১১২/১১৩ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, তিন মাসের মধ্যে ১৯ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৮ টাকা ৫০ পয়সা। এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু, পরবর্তীতে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরই দু-এক দিন পরপরই বাড়ছে ডলারের দাম।

আরও পড়ুন