ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ২১২ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক  »

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার চারজনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৫৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৯ হাজার ২০৯টি। নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৯৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১৯ জন ও নারী ৯৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১১ হাজার ২৫৪ জন ও নারী চার হাজার ৭৫০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৭৯ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন