বাংলাধারা প্রতিবেদন »
দেশে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন। মৃত্যুবরণ করেন আরো ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৬ জনে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এতে জানানো হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২৫৩ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ছাড়িয়ে গেছে।
মৃতের সংখ্যা ৭ লাখ ১১ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৭৩ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বাংলাধারা/এফএস/টিএম