গত ২ জুলাই ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন ঢালিউডের নায়ক শাকিব খান। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর দেশে ফেরেন তিনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।
প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগের মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে না এলেও এর ঠিক এক দিন পরেই দেশে ফিরলেন অভিনেতা।
বৃহস্পতিবার বিমানবন্দর থেকে বের হলে প্রিয় তারকাকে বরণ করে নেন ঢালিউড কিং খানের ভক্তরা। ভিআইপি টার্মিনাল থেকে বের হওয়ার দরজায় শাকিবকে দেখেই ভক্তরা স্লোগান দিতে থাকেন। এ সময় সুপারস্টারও হাত নেড়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, “শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করল।
এসময় আব্রাহাম খান জয়ের আমেরিকা সফর নিয়ে শাকিব বলেন, ‘আব্রাহাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার ভালোবাসা সব সময় আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’