আনোয়ারা প্রতিনিধি »
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) অ্যামোনিয়া প্লান্টে অগ্নিকাণ্ডের পর থেকে টানা ৪৯ দিন ধরে বন্ধ রয়েছে সার উৎপাদন। গত বছরের ২২ নভেম্বর সিইউএফএলএর অ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এর পর থেকে অর্থাভাবে মেরামত করতে না পারায় এখনো উৎপাদনে যেতে পারেনি রাষ্ট্রায়ত্ব সার কারখানাটি। এতে কারখানার ৯ শতাধিক কর্মকর্তা কর্মচারির মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
জানা যায়, সিইউএফএল চালু থাকলে দৈনিক ১১ হাজার মে.টন ইউরিয়া সার উৎপাদন করে। প্রতি মে.টন সারের বর্তমান বাজার মূল্য ২০ হাজার টাকা। ফলে কারখানাটিতে দৈনিক ২ কোটি ২২ লাখ টাকার সার উৎপাদিত হয়।
সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত বছরের ২২ নভেম্বর কারখানায় আগুন লাগার পর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ না হওয়ায় কারখানা উৎপাদনে যেতে পারছে না। আশা করি, চলতি মাসের ২৭-২৮ তারিখের মধ্যে মেরামত কাজ শেষে কারখানা উৎপাদনে যাবে।
তিনি আরও জানান, কারখানা স্বাভাবিকভাবে ২০ বছর পর্যন্ত চলতে পারে। কিন্তু সিইউএফএল সার কারখানার বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়ার কারণে পুরনো কারখানাটির বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা যাচ্ছে বারবার। ফলে মেরামত ব্যয়ও বেড়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে এসব ব্যয় সম্পন্ন করা অনেকটা কঠিন হয়ে পড়েছে।