ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

দোকানের পেছনের টয়লেটের মিলল দোকানির রক্তাক্ত লাশ

বাংলাধারা প্রতিবেদক»

নগরের ডবলমুরিং থানা এলাকায় শাহাদাত হোসেন কনক (৩০) নামে এক মুদি দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। 

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দাইয়াপাড়া এলাকা থেকে নিখোঁজের একদিন পর ওই দোকানির লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর থানার ভূঁইয়াহাট এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি দাইয়াপাড়া সোলাইমান কমিশনারের বাড়ির এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘শনিবার রাত থেকেই কনক নিখোঁজ ছিল। তার পরিবাররে সদস্যরা তাকে ফোন করলে মোবাইল বন্ধ অবস্থায় পায়। এরপর কনকের বাবা শাহাজাহান ডবলমুরিং থানায় একটি নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরি করেন।’

‘আজ (সোমবার) দোকানের পেছনের একটি টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় শাহাদাতের মরদেহ পড়ে ছিল। হত্যাকাণ্ডের খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআিই) এবং নগর গোয়েন্দা পুলিশের টিমও ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হবে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন