কক্সবাজার প্রতিনিধি »
প্রতিদিনের মতো সওদা শেষে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরছিলেন শয়ন ও শিপন নামে দু’যুবক। কিন্তু বেপরোয়া গতির তেলবাহী লরির চাপায় তারা ঘটনাস্থলে প্রাণ হারান।
সোমবার (৮ ফেব্রুয়ারী) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আজিজনগরের কাছে নূর আয়েশার টেক নামক এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। ফলে দোকান বন্ধ করে বের হলেও জীবন্ত তারা বাড়ি ফিরতে পারেননি।
নিহতরা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)। এঘটনায় হারবাং নাথপাড়ায় শোকের মাতম চলছে।
খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় জব্দ করা হয় দুর্ঘটনাকবলিত তেলবাহী লরি ও মোটরসাইকেল।
চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী তেলবাহী লরির (চট্টমেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই নিহত হন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (কুমিল্লা-হ-১৩-৮৫০২) আরোহী দুজন। তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি।
হারবাং নাথপাড়ার উজ্জ্বল নাথ জানান, লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির দোকান বন্ধ করে দুজন মোটরসাইকেলে করে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন রাতে। পথিমধ্যে তারা মহাসড়কের আজিজনগরের কাছে নূর আয়েশার টেক নামক এলাকায় দুর্ঘটনার শিকার হন। প্রতিবেশী দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারসহ পুরো পাড়ায় শোকের ছায়া নেমেছে।
বাংলাধারা/এফএস/আর