ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

🔻মেরিডিয়ান কোহিনূর সিটি

দ্রুত এগোচ্ছে চট্টগ্রামের সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মলের কাজ

🔺তৈরি হচ্ছে স্থাপত্যশৈলী ও নান্দনিক ডিজাইনে

মেরিডিয়ান কোহিনূর সিটি শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি পরিপূর্ণ বিনোদনের এক বিশাল দুনিয়া। শপ, ফান, রিল্যাক্স–এই তিন মূলমন্ত্র নিয়ে গঠিত হচ্ছে বন্দর নগরীর মোড়ে অবস্থিত এই এক্সপেরিয়েন্স মলটি। প্রায় এক একর জমিতে গড়ে উঠছে ২৩ তলা বিশিষ্ট এই মিঙড ইউজড বিল্ডিং–যা নগরীর আধুনিক জীবনযাপনের এক নতুন অধ্যায়! এখানে অত্যাধুনিক স্থাপত্যশৈলী ও নান্দনিক ডিজাইনের এক অদ্বিতীয় মেলবন্ধন ঘটানো হয়েছে, যা নগরবাসীর জীবনের প্রতিটি মুহূর্তকে করে তুলবে অনন্য। মেরিডিয়ান হোল্ডিংসের নির্মিত এই ভবন শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি এক বিশাল লাইফস্টাইল অভিজ্ঞতা!

মেরিডিয়ান কোহিনূর সিটির প্রতিটি ফ্লোরে থাকছে আন্তর্জাতিক ও দেশীয় নামকরা ব্র্যান্ডের এক বিস্তৃত রাজ্য। মলের প্রথম দুটি ফ্লোরে থাকছে শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড যা গ্রাহকের ফ্যাশনের দুনিয়াকে আরও সমৃদ্ধ করবে। নারীদের ফ্যাশনের জন্য বিশেষভাবে সাজানো দুটি ফ্লোরে জুয়েলারি, কসমেটিঙ এবং বিশ্বমানের ফ্যাশন ব্র্যান্ড থাকবে হাতের নাগালে। পুরুষদের ফ্যাশনেও দেওয়া হয়েছে সমান গুরুত্ব, যেখানে ফর্মাল ও ক্যাজুয়াল গার্মেন্টসের অসাধারণ সংগ্রহ থাকছে। টেকনোলজি প্রেমীদের জন্য মেরিডিয়ান কোহিনূর সিটি নিয়ে আসছে দেশি ও বিদেশি শীর্ষ টেক ব্র্যান্ডের এঙক্লুসিভ জোন। এখানে টেক লাভাররা পাবে নতুন প্রজন্মের মোবাইল শো–রুম, লেটেস্ট গ্যাজেটস এবং সম্পূর্ণ ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা। মেরিডিয়ান কোহিনূর সিটি শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি পরিপূর্ণ বিনোদনের এক বিশাল দুনিয়া। এর সুবিশাল গেম জোনে শিশুরা মেতে উঠবে আনন্দে, যেখানে মজার মজার গেমিং অভিজ্ঞতায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আন্তর্জাতিক মানের ফুড কোর্ট ‘টেস্ট টার্মিনাল’–এ আপনার খাবারের অভিজ্ঞতা হবে আরো আনন্দময়। দেশি–বিদেশি সুস্বাদু খাবারের সমাহারে যেখানে পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আরও রোমাঞ্চকর।

ভবনের শীর্ষে থাকছে চার–তারকা মানের আন্তর্জাতিক হোটেল যেখানে অতিথিরা উপভোগ করবেন ইনফিনিটি সুইমিং পুল, কফিশপ লবি, অত্যাধুনিক জিমনেসিয়াম এবং সুউচ্চ ভবন থেকে চট্টগ্রাম শহরের অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ। কর্পোরেট অফিস স্পেস আন্তর্জাতিক মানের মাল্টিন্যাশনাল কোম্পানি এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য দিচ্ছে সর্বোচ্চ সুযোগ–সুবিধা, যা কর্পোরেট মিটিং থেকে ব্যবসা পরিচালনা্তসবকিছুই আরও সহজ করবে। ক্রেতা সাধারণ ও অতিথিদের চলাচলের জন্য এতে থাকছে ২টি সুবিশাল এট্রিয়াম, ২ টি ক্যাপসুল লিফট, ৮ টি প্যাসেঞ্জার লিফট, ১৪ জোড়া জার্মান প্রযুক্তি সংবলিত এস্কেলেটর ও ৩ টি অগ্নিপ্রতিরোধক সিঁড়ি। সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিতে থাকছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। অগ্নি সংযোগে অতিথিদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে ভবনটিতে ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এছাড়াও দর্শনার্থীদের কেনাকাটার সুবিধার জন্য রয়েছে এটিএম বুথ ও প্রায় ১৫০ টি গাড়ি পার্কিং ব্যবস্থা।
বাংলাধারা/চট্টগ্রাম/প্রেসবিজ্ঞপ্তি।

আরও পড়ুন