চন্দনাইশ প্রতিনিধি »
‘ধর্ম যার যার, উৎসব সবার’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৪, চন্দনাইশের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বরকলের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ শাখার নব-গঠিত ২০২১-২৩ পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জানা যায়, দীর্ঘ ১৪ বছর পর হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সংগঠনটির নেতা-কর্মীরা একত্রিত হয়েছেন।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টায় বলরাম চক্রবর্তীকে সভাপতি ও অমিতাভ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দীর্ঘদিন পর সম্মিলিত কমিটি গঠিত হয়েছে।
এসময় নজরুল ইসলাম আরও বলেন, অসম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশে চন্দনাইশ উপজেলা মডেল হিসেবে কাজ করবে। সত্য, সুন্দর, সততাকে সামনে রেখে আগামী পূজা উৎসব পালিত হবে। মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে নিজের ভিতরে থাকা অসুরকে নিয়ন্ত্রণ করে নিজেকে গড়ে তোলার আহবান জানান।
তিনি আরো বলেন, বিধাতা সৃষ্টি করেছে গ্রাম, মানুষ সৃষ্টি করেছে শহর। তাই বিধাতার সৃষ্টিকে প্রধান্য দিয়ে গ্রাম থেকে প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সারাদেশে। পূজা উৎসবে ডিজে, মদপান, অশ্লীলতা, অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানান। কারণ এ সকল কর্মকান্ড ধর্মীয় সমর্থন করে না। এর ব্যতিক্রম হলে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টচার্য।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা আ. লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক কৃঞ্চ চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য রাখেন অরূপ রতন চক্রবর্তী, উৎপল রক্ষিত, আ.লীগ নেতা এম কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, এড. কবি শেখর নাথ পিন্টু, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগ নেতা নবাব আলী, বিঞ্চুযশা চক্রবর্তী, মক্কা আ. লীগের সভাপতি মোজাম্মেল হক, ডা. কাজল বৈদ্য, সমীরণ দাশ তপন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, ভবশংকর ধর, ডা. অর্চনা ভট্টাচার্য, ডা. সঞ্জয় সিকদার, সাংবাদিক সৈকত দাশ ইমন, অশোক কুমার সুশীল, তনু-গৌ-স্বামী, বিকাশ চন্দ্র দে, অলক কুমার দে, মাস্টার রূপক ঘোষ প্রমুখ।
বাংলাধারা/এআই