ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল

বাংলাধারা প্রতিবেদন »

সারাদেশে ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে এবং বিচার দাবিতে চট্টগ্রাম নগরীতে মশাল মিছির বের করেছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছির বের করে সংগঠন দুইটি।

মশাল মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের প্রতিটি জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। এটা একদিনে হয়নি। এসব ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে। ধর্ষণ-নির্যাতনের একটি বড় ঘটনায় দেশের সচেতন মহল প্রতিবাদী হলে প্রশাসন জড়িতদের লোক দেখানো গ্রেফতার করা হয়।’

‘শুধু গ্রেফতার নয়, এসব ঘটনায় দায়ের হওয়া মামলার দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত বিচার ও রায় কার্যকর নিশ্চিত করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে না পারলে এই ঘৃণ্য প্রবণতা রুখে দেয়া যাবে না। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষক ও নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এই অপরাধ প্রবণতা থামবে না। দেশের নারী সমাজকে সুরক্ষিত করতে হলে অবিলম্বে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।’- বলেন বক্তারা।
 
সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি এ্যানি সেন, যুবনেতা শ্যামল লোধ, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির, ইমরান চৌধুরী, গৌরচাঁদ ঠাকুর অপু, মাহবুবা জাহান রুমি, আশরাফি নিতু, টিকলু কুমার প্রমুখ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ