ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

ধর্ষণের প্রতিবাদে লোহাগাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

লোহাগাড়া প্রতিনিধি »

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বটতলী মোটরস্টেশস্থ সাতকানিয়া লোহাগাড়া শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি ফাঁসি চাই’, ‘ধর্ষকদের কোন দল নেই, ধর্ম নেই’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গর্জে উঠো আরেকবার থামবে ধর্ষণ এবার’- এমন নানা শ্লোগানে মুখরিত করে তুলে শিক্ষার্থীরা।

এ সময় তারা দেশব্যাপী ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানান তারা। সেইসাথে ধর্ষণের সাথে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

এতে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ