ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণে বিভিন্ন শিক্ষালয়ে ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলার অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে ছাত্রদল।

(১০) সোমবার, মার্চ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার অধীনে থাকা আনোয়ারা সরকারি কলেজ, পটিয়া সরকারি কলেজ, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ, খলিল মীর ডিগ্রি কলেজ, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, হাজী নুরুল হক ডিগ্রি কলেজ, বাঁশখালী ডিগ্রি কলেজ, সরকারি আলাওল কলেজ, আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ, বার আউলিয়া ডিগ্রি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ ও জলিল আম্বিয়া কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচির সার্বিক মনিটরিং করেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খান রিপন বলেন, “সারাদেশে যেভাবে নারীরা ধর্ষণ ও নিপীড়নের শিকার হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখেছি, নারীরা সবসময় দেশ রক্ষার জন্য সোচ্চার ছিল, দেশের প্রয়োজনে নারীরা প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু তারাই আজ ধর্ষণ ও বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা চাই, দেশের সব জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত হোক।”

উল্লেখ্য: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

আরও পড়ুন