বাংলাধারা ডেস্ক »
ঘূর্ণিঝড় বুলবুল আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে।আবহাওয়া অধিদপ্তর থেকে ৪ নং সতর্ক সংকেত জারি করে দেওয়া হয়েছে।
গভীর সমুদ্রে অবস্থানরত সবধরনের নৌযান ও মৎস্য শিকারিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে মুখ করে আছে। এটি শনিবার (৯ নভেম্বর) রাতে অথবা রোববার (১০ নভেম্বর) সকালের দিকে উপকূলে আঘাত করতে পারে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, বুলবুল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ক্রমান্বয়ে ১০০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে খুলনা, বরিশাল উপকূলসহ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে ছেড়ে ছেড়ে কয়েকদিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এটি সিডরের থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। তারপরও এর চরিত্র বিশ্লেষণ করে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উপকূলে প্রবেশ করতে করতে এটি আরও শক্তি সঞ্চয় করবে বলে মনে হচ্ছে।
তবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, গতিপথ পরিবর্তন করে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। রোববার দুপুরের আগেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে স্থলভাগের প্রবেশ করবে ঘূর্ণিঝড় বুলবুল। এর আগে আজই শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুলবুল। এছাড়া আজ শুক্রবার থেকে
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বৃষ্টি শুরু হবে। শনিবার ও রোববার দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও নদিয়া জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া অফিস।
উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সাগর উত্তাল হয়ে উঠেছে।শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে। তাই আগে থেকেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলের ওপর দিয়ে আঘাত হেনে চলে যাবে, তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামী ৬ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের আরও কাছে আসবে। এটি পশ্চিমবঙ্গের সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।তবে ঘূর্ণিঝড়ের এখন পর্যন্ত অভিমুখ বাংলাদেশের দিকে ঝুঁকে রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম